মেঘনায় কাঠ বোঝাই ট্রলার ডাকাতি

মুন্সীগঞ্জ সদরে মেঘনার শাখা নদীতে রোববার সকালে ট্রলার মালিককে জিম্মি করে জ্বালানি কাঠ বোঝাই ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল ট্রলার মালিকসহ ৩ শ্রমিককে জিম্মি করে রেখেছে। এ ঘটনায় রোববার দুপুরে জ্বালানি কাঠের মালিক নবাবগঞ্জের বাসিন্দা জাহিদ খান মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানান, সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলীয়া বাজার সংলগ্ন মেঘনা শাখা নদীতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে দুই হাজার মন জ্বালানি কাঠ বোঝাই করে ট্রলারটি বরিশালের স্বরুপকাঠি থেকে ঢাকার নবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়।


ট্রলারটি সদর উপজেলার মেঘনার শাখা নদীতে ঢুকলে ডাকাত সাইফুদ্দিন বাহিনীর সদস্যরা ট্রলারটি আটক করে। এ সময় ট্রলার মালিক শাহজালালকে অস্ত্রের মুখে জিম্মি করে জ্বালানি কাঠ লুটে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এছাড়া ট্রলার মালিকসহ ট্রলারের ৩ শ্রমিককে জিম্মি করে রাখে ডাকাতরা।

সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমত আরা বাংলানিউজকে জানান, অভিযোগ দায়েরের পর পুলিশের একটি দল ট্রলারসহ লুণ্ঠিত জ্বালানি কাঠ উদ্ধারে মেঘনা নদীতে অভিযানে গেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply