বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন অর্থমন্ত্রী

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরমাপুরে খনন কাজ চলাকালে আবিষ্কৃত বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বৌদ্ধ বিহার পরিদর্শনকালে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তার ঘোষণা দেন অর্থমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শুধাংশু শেখর বিশ্বাস, উপ সচিব মজিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ কে এম মিজানুর রহমান, অর্থমন্ত্রীর স্ত্রী সাবিহা মুহিত, মেয়ে শামিমা মুহিত, ছেলে শাহেদ মুহিত ও ছেলের বউ মন্তাসা শাহেদ উপস্থিত ছিলেন।

এছাড়া মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সিভিল সার্জন বনদীপ লাল দাসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যা ৭টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-বানারী স্কুল মাঠে জেলা প্রশাসন ও চ্যানেল আই কর্তৃক আয়োজিত “কৃষি বাজেট-কৃষকের বাজেট”অনুষ্ঠানে যোগ দেন অর্থমন্ত্রী।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে অর্থমন্ত্রী মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢীখাল গ্রামে রাঢীখালের জমিদার যদুনাথ রায়ের বাড়িতে নির্মিত বিক্রমপুর যাদুঘর পরিদর্শন করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply