গজারিয়ায় ১৩৬ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এমভি বন্ধন নামে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৩৬ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রোববার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে। মাছগুলো পরে গজারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, ইলিশ রক্ষার জন্য চলমান অভিযানের অংশ হিসেবে ভোরে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় ভোলার বোরহানউদ্দিন থেকে ঢাকাগামী লঞ্চ এমভি বন্ধনে তল্লাশি চালিয়ে ১২টি ঝুড়ি, চারটি ড্রাম ও দু’টি হাত ঝুড়িতে থাকা ১৩৬ মণ জাটকা জব্দ করা হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রইছউদ্দিন পাঠান, আবু হানিফা, আবুল কালাম আজাদ, রাশেদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply