গজারিয়ায় শহীদ মুক্তিযোদ্ধা নজরুলের নামে শিক্ষালয়

কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ফজিলাতুনন্নেছা ইন্দ্রিরা এমপি বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। উন্নয়নের পূর্বশর্ত হল শিক্ষা। জাতি শিক্ষিত হলেইে দেশের উন্নয়ন ঘটবে। বর্তমান সরকার এ লক্ষে কাজ করে যাচ্ছে। এদেশের মোট জনগণের অর্ধেকের বেশী নারী। সুতরাং তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান সুযোগ দিতে হবে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল দুর্যোগময় সময়ে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


তিনি শনিবার সকালে গজারিয়া উপজেলার চর বাউশিয়ায় শহীদ মুক্তিযোদ্ধা নজরুল উচ্চ বিদ্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। বিদ্যালটির ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল অউয়াল প্রমুখ। ৬ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যালয়টি নির্মান করা হয়।

নিউজএক্সপ্রেস

Leave a Reply