ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে ১ পুলিশ নিখোঁজ

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার, কনস্টেবল মো. শামিম ও মো. ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মো. মালেক। এদিকে, বুধবার ভোর থেকে নিখোঁজ পুলিশ সদস্যকে উদ্ধারে মেঘনা নদীতে তল্লাশি চালাচ্ছে ডুবুরি দল।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুর অর রশীদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মেঘনা নদীতে টহলরত পুলিশ মেঘনা সেতুর নিচে একটি রড ভর্তি ট্রলার দেখে সন্দেহ হলে তা থামানোর চেষ্টা করে। এতে ট্রলার থেকে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এসআইসহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয় এবং এক পুলিশ কনস্টেবল নদীতে পড়ে নিখোঁজ হয়।

একপর্যায়ে ডাকাতদল রড ভর্তি ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ রডসহ ট্রলার ও ট্রলারে থাকা তিনটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আসাদ কবির জানান, আহত পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply