লৌহজংয়ে অপহরনের হাত থেকে রক্ষা পেলো স্কুল শিক্ষক

kidnapeরুবেল ইসলাম: এলাকাবাসি ও পুলিশের সহযোগিতায় অপহরন কারীদের হাত থেকে রক্ষা পেলো স্কুল শিক্ষক হারুন অর রশীদ(৪০)। জানাযায়, শনিবার বেলা ১২টার দিকে হারুন অর রশীদ তার স্ত্রীকে নিয়ে পাশের উপজেলা শ্রীনগরের রানী হাসপাতালে যাওয়ার জন্য উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারের পাশে রাস্তা থেকে একটি সিএনজিতে উঠলে সাথে সাথে রাস্তায় অপেক্ষা করা চারজন অপহরন কারী সিএনজিতে উঠে বসে। অপরিচিত লোক হওয়ায় হারুন তার স্ত্রীকে নিয়ে নেমে পরেন রাস্তায়, এসময় অপহরনকারীরা দ্রুত নেমে গিয়ে হারুনের গতিরোধ করে এবং তাকে সিএনজিতে উঠতে বলেন। হারুন চিৎকার করলে পাশের বাজার থেকে লোকজন ছুটে এলে অপহরন কারীরা জানান, তারা শিক্ষক হারুনের কাছে দেড় লাখ টাকা পায় এজন্য তারা হারুনকে নিয়ে যেতে এসেছে।

ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ ও হারুনের স্বজনরা ছুটে এলে বিষয়টি টের পেয়ে অপহরন কারীরা একে একে সবাই সটকে পরেন। বিষয়টি নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। এদিকে হারুন অর রশীদ বাদি হয়ে তার পাশের গ্রাম সিংহের হাটির মৃত আমির মোল্লার দুই ছেলে মোঃ কালাম, মোঃ দেলোয়ার ও মতি খলিফার ছেলে মোঃ আলম কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। জানাযায়, শিক্ষক হারুন অর রশীদের বাড়ি উ্পজেলার কনকসার ইউনিয়নের পাইকারা গ্রামে। সে সাবেক ব্রাক্ষনগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তবে বর্তমানে সে মিরকাদিম বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক।

Leave a Reply