সবার চাওয়া – রাহমান মনি

বাবু সোনা বাচুঁক আগে
দাদা দাদির কেবল চাওয়া,
হাড্ডি থাকলে মাংস হবে
বংশের বাতি পরম পাওয়া।

খোকা আমার বড় হবে
মা যে তার আশায় রয়,
তোমরা সবাই দোয়া করো
করবে খোকা বিশ্ব জয়।

বাবার কেবল কড়া আদেশ
পড়ালেখায় মনো-নিবেশ,
তা না হলে বাড়ী ছাড়ো
যেখানে খুশী যেতে পারো।

বোনের আশা ভাইটি যে তার
ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার,
স্বদেশ বাসীর করবে সেবা
দূর হবে সব অন্ধকার।

ভাইয়ের কাছে ভাইয়ের আশা
ভাইটি পাশে থাকলে যে তার,
কেউ কিছু বলবে তাকে
এতো বড় সাধ্যটা কার?

সুখে দুখে থাকবে পাশে
চায় যে প্রতিবেশী,
রাজনীতিকের চাওয়া শুধু
থাকতে হবে বাহু পেশী।

স্বদেশ বাসীর চাওয়া কেবল
জাদরেল এক নেতা,
সবার চাওয়া হয় সম্ভব
হলে সে যে অভিনেতা।

টোকিও
অক্টোবর ২০১২

Leave a Reply