শনিবার প্রমা’র হুমায়ুন আজাদ-শামসুর রাহমান স্মরণানুষ্ঠান

promahaবহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ ও কবি শামসুর রাহমান স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে প্রমা আবৃত্তি সংগঠন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ স্মরণানুষ্ঠান।

এতে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করবেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ। অনুষ্ঠানে হুমায়ুন আজাদের কবিতা ও প্রবন্ধ নিয়ে প্রমা’র প্রযোজনা ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’ মঞ্চস্থ হবে। এছাড়া শামসুর রাহমানের কবিতা নিয়ে মঞ্চস্থ হবে প্রমা’র প্রযোজনা ‘অভিশাপ দিচ্ছি’।

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বাংলানিউজকে জানান, প্রতিবছর ১২ আগস্ট হুমায়ুন আজাদ এবং ১৭ আগস্ট শামসুর রাহমান স্মরণে আলাদা অনুষ্ঠান করা হলেও এবার ঈদের ছুটির কারণে হুমায়ুন আজাদের স্মরণে অনুষ্ঠান করা হয়নি। তাই দুটি অনুষ্ঠান একসঙ্গে করা হচ্ছে।


হুমায়ুন আজাদ ও শামসুর রাহমানের মৃত্যুর পর থেকেই প্রতি বছর প্রমা এ দুই কবির স্মরণে অনুষ্ঠান করে আসছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য প্রমা আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানান রাশেদ হাসান।
promaha
উল্লেখ্য, হুমায়ুন আজাদের কবিতা ও প্রবন্ধ নিয়ে প্রমা’র প্রযোজনা ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’ একাদশতম মঞ্চায়ন হবে শনিবার।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply