মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

aug15alজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন, সিবিএ মুন্সীগঞ্জ অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় জেলার সভাপতি মো. আবুল হোসেন সভাপতিত্ব করেন।


এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. নেছারউদ্দিন, জেলা শ্রমিকলীগের সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, জেলা আ’লীগের প্রচার সম্পাদক কামালউদ্দিন আহমেদ, সদর উপজেলা আ’লীগের সভাপদি আফসারউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক সামসুল কবির, শহর আ’লীগের সভাপতি এড্যাভোকেট আব্দুল মতিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেই ্যান্ত হয়নি। তার বেচেঁ থাকা মেয়ে ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একাধিকবার হত্যার চেষ্টা চালিয়েছে।
aug15al
সর্বশেষ ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়ে ছিল যা দেশবাসী স্বচে দেখেছে। সেই স্বাধীনতা বিরোধী চক্র এখন সক্রিয় রয়েছে, তাই তাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে।

কাজী দীপুর এফ বি থেকে

Leave a Reply