গজারিয়ায় দুই দিন ধরে বিদ্যুৎ বিছিন্ন

aaaMunshigonjমেঘনা-গোমতী সেতু এলাকায় বিদ্যুতের টাওয়ারের তার ছিড়ে পড়ায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা দুদিন ধরে বিদ্যুৎ বিছিন্ন হয়ে রয়েছে। এতে উপজেলার ৮টি ইউনিয়নের ১শ ৩৩ গ্রামের প্রায় ২ লক্ষ জনগণ বিদ্যুৎহীন অবস্থায় ভোগান্তিতে পড়েছে। রোববার সকাল ৯ টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরদিন সোমবার বিকেল পর্যন্ত মেরামতের কাজ চলে। কখন কবে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে তা বলতে পারছে না গজারিয়া পল্লী বিদ্যুৎ সমিতিরি কর্তৃপক্ষ। বিদ্যুৎহীনতার কারণে জেএসসি, জেডিসি পরীক্ষার্থীদের লেখা পড়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ছাড়া দোকানপাট, মিল-কারখানার কাজ ব্যাহত হচ্ছে।


মুন্সীগঞ্জ জেলার গজারিয়া পল্লী বিদ্যুৎ সমিতিরি উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, মেঘনা-গোমতী সেতু এলাকায় বিদ্যুতের টাওয়ারের তার হঠাৎ ছিড়ে পড়ায় গজারিয়া উপজেলা বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে। মেরামতের কাজ চলছে। কখন বিদ্যুৎ সংযোগ দেয় সম্ভব হবে তা এখন বলা যাচ্ছে না।

এবিনিউজ

Leave a Reply