মুন্সীগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বুধবার স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বাঙ্গালী জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিনে সূর্যাস্তের সাথে সাথে জেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মুন্সীগঞ্জে এ দিবসের সূচনা হয়।

এর পরপরই জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন একে একে স্থানীয় শহীদ স্মৃতি স্তম্ভে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলেল পুস্পমাল্য অর্পণ করেণ। পরে স্থানীয় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এছাড়া সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার চত্বরে কোরআন তেলোয়াত, আলোচনাসভা ও সাংস্কিৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবিনিউজ
========

ভোরে শহরের শিল্পকলা চত্বরের স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দিবসটির সূচনা হয়। এখানে প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে স্টেডিয়ামে ডিসপ্লে ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। এর পরই জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মহিউদ্দিন আহম্মেদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন। তাছাড়া সাঁতার প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

প্রফেসর ড. ইয়াজউদ্দিন রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর নূরুল আমিন হেলাল, সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগ ও বিভিন্ন সরকারী-বেসরকারী অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

জনকন্ঠ

Leave a Reply