লঞ্চ থেকে ৮শ’ কেজি জাটকা জব্দ

zatka800মুন্সীগঞ্জ শহর সংলগ্ন ধলেশ্বরী নদীতে দু’টি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৮শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার সকাল ৬টার দিকে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালায়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, দক্ষিণাঞ্চল থেকে জাটকা মজুদ করে এমভি প্রিন্স অব রাসেল ও এমভি স্বর্ণদ্বীপ প্লাস নামে লঞ্চ ২টি ঢাকার সদরঘাট যাচ্ছিলো। মঙ্গলবার সকাল ৬টার দিকে পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ওই ২ লঞ্চে অভিযান চালানো হয়। এসময় লঞ্চ ২টিতে থাকা কয়েকটি ড্রাম ও মাছ ধরার ঝুড়িতে ৮শ’ কেজি জাটকা পাওয়া যায়। মাছগুলো জব্দ করে সকাল ১০টার দিকে স্থানীয় এতিম খানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
zatka800
বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply