পদ্মা সেতুর নামে চাঁদাবাজি ঠেকাতে সরকারের সতর্কতা জারি

padmaপদ্মা সেতুর নামে চাঁদাবাজি ঠেকাতে সতর্কতা জারি করেছে সরকার। দেশের বিভিন্ন জেলায় শ্রমিক-কর্মচারী ও গাড়ি চালক নিয়োগের নামে ছল চাতুরি করে চাঁদা তোলা হচ্ছে।

বুধবার রাতে সরকারের তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ এলাকা ও অন্যান্য জেলায় পদ্মাসেতু নির্মাণের জন্য শ্রমিক-কর্মচারী ও গাড়িচালক নিয়োগ করার কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ছলচাতুরির মাধ্যমে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে।

তথ্য বিবরণীতে আরো বলা হয়, পদ্মাসেতু নির্মাণ বা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ঠিকাদার বা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ জাতীয় নিয়োগের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি কোনো বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। এ জাতীয় কোনো পদক্ষেপ কেউ নিয়ে থাকলে তা অবশ্যই বেআইনি, প্রতারণামূলক ও অবৈধ পদক্ষেপ।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply