আদালতের সঙ্গে প্রতারনা : গ্রেফতার ১

court4মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে মো. রহিম (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ প্রতারককে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, জেলা জজ আদালত থেকে প্রতারক রহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

সে কক্সবাজার জেলার টেকনাফের সৈয়দ আহমেদের ছেলে। আটককৃত পিকআপের প্রকৃত মালিক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব-গুমন্ডী গ্রামের দিল আহমেদের ছেলে মো. সাবের আহমেদ।

তিনি আরো জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের দায়রা সহকারী আব্বাস উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, চলতি বছরের ৮ জানুয়ারি জেলার গজারিয়া থানা পুলিশ অবৈধ মালামালসহ একটি পিকআপ ভ্যান গাড়ী (মৌলভীবাজার মেট্রো-ড-১১-০৩৯২) জব্দ করে।

গ্রেফতারকৃত রহিম বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে পিকআপ ভ্যানের মালিক সাবের সেজে গাড়ীটি নিজ জিম্মায় রাখে। এরপর কাঁঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার সময় জেরার মুখে ধরা পড়ে যায় যে, সে জব্দকৃত গাড়ীর প্রকৃত মালিক নন।

এটিএনটাইমস

Leave a Reply