গজারিয়ার গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু

gas1মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৫টি ইউনিয়নে অবৈধভাবে নেওয়া গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসনের যৌথ অভিযানের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ঘেঁষা গজারিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের সোনারগাওঁ উপজেলার তিতাস গ্যাসের জোনাল ম্যানেজার আবু জাফর সুলতান আহমেদ ও মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাটেরচর গ্রাম থেকে এ অভিযান শুরু হয়।

তবে এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ গ্যাসের অবৈধ সংযোগ নেওয়ার সুনির্দিষ্ট তালিকা তৈরি করা যায়নি। তাই গ্যাসের পাইপ দেখে দেখে অবৈধ সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্ন করা হচ্ছে।

সোনারগাওঁ উপজেলার তিতাস গ্যাসের জোনাল ম্যানেজার আবু জাফর সুলতান আহমেদ গজারিয়ায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছন্নকরণ অভিযানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply