বিদ্যুৎ মিটার সংযোগ অজুহাতে লুটে নিচ্ছে হাজার হাজার টাকা

electriমুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ২ নং ওয়ার্ডের চান্দেরচর গ্রামে বিদ্যুৎ মিটার সংযোগ অজুহাতে দালালরা লুটে নিচ্ছে অসহায় এলাকাবাসীর কাছ থেকে হাজার হাজার টাকা। হাসনাবাদ বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী নতুন মিটার সংযোগ ফি পাঁচ ছয়হাজার টাকা মাত্র।

অনুসন্ধানে জানাজায়, সেখানে মিটার আবেদনকারী কে বিভিন্ন অজুহাত দেখিয়ে দালালরা তাদের খপ্পড়ে ফেলে বারো থেকে পনেরো হাজার টাকা নিচ্ছে অফিসের মূলকর্মকর্তার নাম ভাঙিয়ে মূলত যার লেশমাত্র অবগত না অফিসের প্রধান কর্মচারী কর্মকর্তারা তবে মাঠপর্যায়ের একজন কর্মচারী মোঃ হাবিবুর রহমান যিনি প্রকাশ্যে জড়িত।

দালালচক্রের এই চক্রান্ত থেকে সচেতন হতে ইতিমধ্যে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ এলাকায় এলাকায় মাইকিং ও করে দিয়েছে কিন্তু এই গ্রামে সেই সচেতনতার বাণী পৌঁছায়নাই বিদায় একাধিক দালালচক্র সক্রিয় হয়ে হাতিয়ে নিচ্ছে সাধারণ জনগণের টাকা তার উপর অব্যাহত রডবোর্ড না পাওয়ার আক্ষেপ মূলমিটারের প্রতীক্ষায় ভুক্তভোগীর আহাজারি গোপনসূত্রে জানা যায় এই দালাল চক্রের মূলহোতা হয়ে জোগান দিচ্ছে ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা!

বাংলাসংবাদ২৪

Leave a Reply