পারস্পরিক ভাতৃত্ব আমাদের এদেশের ইতিহাস ঐতিহ্য

বিচারপতি সৌমেন্দ্র সরকার
ইমতিয়াজ বাবুল: মহামান্য সুপ্রীম কোটের হাইকোট বিভাগের মাননীয় বিচারপতি সৌমেন্দ্র সরকার বলেছেন, পারস্পরিক ভাতৃত্ব আমাদের এদেশের ইতিহাস ঐতিহ্য, কেননা ইতিহাস ঐতিহ্য লালন করে। মহারাজ বল্লাল সেনের রাজত্ব কালের মন্দিরটি মহারাজ বল্লাল সেন (১১৫৯-১১৮৫ খ্রিঃ)

এই মন্দিরটি নির্মান করেন। পরে এটি ধ্বংশের পথে অগ্রসর হলে মহারাজা রাজ বল্লভ মন্দিরটি সংস্কার করেন। পরবর্তীতে বিগত পাঁচ বছর পূর্বে এলাকার সকলের সাহায্যে ধর্ম বর্ন নির্বিশেষে মন্দিরের কিছু সংস্কার হয়। পারস্পরিক ভাতৃতের কারণেই সম্ভব হয়েছে।

গতকাল বিকাল ৪টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের রাজা রাজ বল্লব শিব মন্দির পরিদর্শন কালে এসব কথা বলেন।

এ সময় বিচারপিতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্তী, লেখক সাংবাদিক সামসুল হক, মুন্সীগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিট্রেট উমা রানী দাস, ডাঃ দেবপ্রসাদ পোদ্দার, নবকিশোর মজুমদার এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Leave a Reply