সাগরের মৃত্যুর ‘নিরপেক্ষ’ তদন্ত দাবি মিজানুরের

sagarথানায় ডেকে নেয়ার পর নিহত ‘সাপ্তাহিক অপরাধ দমন’ পত্রিকার প্রতিবেদক শাহ আলম সাগরের মৃত্যুর ‘নিরপেক্ষ’ তদন্ত দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরা পশ্চিম থানার পেছন থেকে যে ব্যক্তির লাশ উদ্ধার হলো-তার মৃত্যু কিভাবে হয়েছে সেটির ব্যাপারে নিরপেক্ষ তদন্ত হতেই হবে।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠে তখন তারাই যদি সে ঘটনার তদন্তে থাকে তবে ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। এটি ন্যায় বিচারের পরিপন্থী।”

এসব ঘটনা তদন্তে একটি পৃথক কমিটি করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে বলেও জানান কমিশনের প্রধান।

রোববার উত্তরা পশ্চিম থানার ছাদ থেকে পড়ে সাগরের মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও তার পরিবার বলছে ভিন্ন কথা।

নিহতের স্ত্রী সোমা আক্তারের অভিযোগ, থানায় নিয়ে নির্যাতন চালিয়ে তার স্বামীকে হত্যার পর ছাদ থেকে পড়ার ‘নাটক’ সাজানো হচ্ছে।

সাগর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাটগাঁয়ের বাসিন্দা হাজী পানু মিয়ার ছেলে। ‘সাপ্তাহিক অপরাধ দমন’ পত্রিকার প্রতিবেদক সাগর স্ত্রী-সন্তান নিয়ে রাজধানীর রায়েরবাগ থাকতেন।

রোববার রাতে থানার পিছনে সাগরের লাশ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

উত্তরা ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির উদ্দিনের সঙ্গে বিরোধের বিষয়ে মীমাংসা করতে সাগরকে থানায় ডেকে নেয়া হয়েছিল বলে পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সোমবার সোমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ অমানুষিক নির্যাতন চালিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। আমার স্বামীর হাতে এখনো পুলিশের হাতকড়ার দাগ আছে।”

তবে উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “পুলিশ তাকে মারধর করেছে, সেটা তার পরিবার কি জিন-পরী নিয়োগ করে শুনেছে? আপনারা যে কেমন বিব্রতকর প্রশ্ন করেন! শুনে অবাক না হয়ে পারি না।”

সাগরের দুটি মোবাইল ফোন এবং ক্যামেরা থানায় রয়েছে বলে স্বীকার করেন তিনি। ছাদ থেকে সাগর পড়ার সময় ক্যামেরাটিও পড়ে ভেঙে গেছে বলে দাবি তার।

নিহতের স্ত্রী থানায় এলেও সেগুলো কেন ফেরত দেননি- জানতে চাইলে ওসি বলেন, “আমি ব্যস্ত ছিলাম। তাছাড়া উনিও (সোমা) তো চাননি।”

বিডিনিউজ

Leave a Reply