বাঙালীর সন্তান – রাহমান মনি

বাংলা আমার পিতৃভাষা
বাংলা আমার প্রান,
গর্ব আমার, আমি যে এক
বাঙালীর সন্তান।

যে ভাষাতে কথা বলে
দাদা দাদি গেছেন চ’লে
রফিক-সালাম আরো কতো
দিয়ে গেছেন প্রান,
গর্ব আমার, আমি যে এক
বাঙালীর সন্তান।

আলবদর আর আল রাজাকার
মিলে মিশে সব একাকার
একাত্তুরে এ দেশটাকে
করলো মেচাকার;
দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে
আনলো যে সম্মান
গর্ব আমার, আমি যে এক
বাঙালীর সন্তান।

লন্ডন, টোকিও বা মস্কো
দিয়েছে স্বীকৃতি ইউনেস্কো
কানাডা প্রবাসী একুশ কে
করেছে মহান,
গর্ব আমার, আমি যে এক
বাঙালীর সন্তান।

ইউরোপ-আমেরিকা বা
এশিয়ার জাপান,
যেখানেই গেছে বাঙালীর
অযুত সন্তান;
বূকে বাঙালী সংস্কৃতি
মুখে বাঙলা গান,
গর্ব আমার, আমি যে এক
বাঙালীর সন্তান।

সকল প্রবাসীর সন্তান, যাদের বাবা বাংলাদেশী, তাদের উৎসর্গ

Leave a Reply