বালিগাঁও বাজারে জমি দখল করে স্থাপনা নির্মাণ : আতঙ্কে ব্যবসায়ীরা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে একের পর এক সরকারী সম্পত্তি দখল হয়ে যাওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিপুল পরিমাণ জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে দুর্বত্তরা।

এর প্রায় ২ মাস আগে একই বাজারের বিআইডব্লিউটিএ’র বেশ কিছু জমিসহ বাজারের ভেতরের জমি দখল করে নেয় একই দুর্বৃত্তরা। শুক্রবার রাত হতে শনিবার ভোর পর্যন্ত বালিগাঁও-তালতলা খালের পাশের প্রায় ৩ শত ফুট লম্বা জমি দখল করে এ অবৈধ স্থাপনা নির্মাণ করায় বাজারের কাঠ ব্যবসায়ীদের খাল হতে মালামাল ওঠানামা বন্ধ হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছে এসব ব্যবসায়ী।

এ ছাড়াও নৌপথে যাতায়াতকারী লোকজন এবং বাজারের সাধারণ দোকানদারদের যাতায়াতের পথ বন্ধ করে এই স্থাপনা নির্মাণ করায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খালের পাশ জুড়ে বাঁশের তৈরি লম্বা করে ঘর নির্মাণ করা হয়েছে। বাজারের মূল ভূখণ্ডে দোকান নির্মাণকারী এবং তাদের দোকানের পাশের খালের বিআইডব্লিউটিএ-এর বৈধ লিজধারী মঞ্জুরুল ইসলাম সানাউল্লাহ, জুলহাস বেপারি, শঙ্কর কুমারদাশের জমিসহ বিপুল পরিমাণ জমি রাতের আঁধারে বেদখল হয়ে গেছে। এ ব্যাপারে বাজার কমিটির সচিব মঞ্জুরুল ইসলাম সানাউল্লাহ জানান, বালিগাঁও গ্রামের চঞ্চল বেপারি, সোহেল, জুলহাস সেখ, শাখাওয়াত হোসেন টিটু, আওলাদ হোসেন, মুক্তার বেপারিসহ প্রায় ৩০-৩৫ জনের একটি সিন্ডিকেট এ সমস্ত জমি রাতের আঁধারে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। এ ব্যাপারে চেষ্টা করেও চঞ্চল বেপারি, সোহেল, জুলহাস সেখ, শাখাওয়াত হোসেন টিটু, আওলাদ হোসেন, মুক্তার বেপারিসহ অভিযুক্তদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জনকন্ঠ

Leave a Reply