গজারিয়া আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধসহ আহত ১০

জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে রবিবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইয়াকান্দি গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

এ সময় ১টি প্রাইভেটকারে আগুন দিয়েছে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা। ভাঙচুর করেছে স্থানীয় বাজারের ৫টি দোকানঘর।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান বলেন, ‘বিকেল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈমামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী বাবু মিয়াজীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাবু বাঘাইয়াকান্দি গ্রামের রব মিয়াজীর ছেলে।’

তিনি আরও বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় আওয়ামী লীগ কর্মী ভাগ্নে বাবু মিয়াজীকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও তার স্ত্রী রাজিয়া বেগমকে (২২) গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুলি কে করেছে তা জানা যায়নি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

দ্য রিপোর্ট

Leave a Reply