নাশকতাকারীদের ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার : জেলা পুলিশ সুপার

সুমিত সরকার সুমন: হরতাল-অবরোধে সন্ত্রাস ও নাশকতাকারীদের ধরিয়ে দিতে শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের জেলা পুলিশ সুপার ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেছেন।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের পুরস্কার ঘোষনার সত্যতা নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পেট্রোল বোমা, ককটেল নিক্ষেপ, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগকারী সন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিয়ে যে কেউ জিতে পারেন ৫০ হাজার টাকার পুরস্কার।

সন্ত্রাস ও নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষনা করে শহর-শহরতলীতে মাইকিং করে প্রচারনা চালানো হয়েছে বলে জানিয়েছেন- পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

বিডিলাইভ

Leave a Reply