গজারিয়ার মেঘনায় ভেসে উঠছে মরা মাছ

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে দুই-তিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। স্থানীয় একটি কারখানার রাসায়নিক বর্জ্য নদীতে ফেলার কারণেই মাছ মরছে বলে অভিযোগ উঠেছে। এভাবে চলতে থাকলে নদী মাছ শূন্য হয়ে যাবে ও পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটবে ধারণা করছে এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার জামালদি, ভবানিপুর, সিকিরগাঁ ও রায়পাড়া গ্রামসংলগ্ন মেঘনা নদীতে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটারজুড়ে দুই-তিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এ ছাড়া অনেক মাছ জেলেদের জালে ধরা পড়ছে। উপজেলার সিকিরগাঁ গ্রামে গড়ে ওঠা টি কে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামুদা কেমিক্যাল কমপ্লেক্সে রাসায়নিক বর্জ্য মেঘনা নদীতে ফেলার কারণেই পানি দূষিত হয়ে মাছ মরছে বলে অভিযোগ করেছে স্থানীয় লোকজন। মেঘনা তীরের হোসেন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হক মিঠু জানান, স্থানীয় লোকজন ৪ ফেব্রুয়ারি সামুদার রাসায়নিক বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছিল। অভিযোগের বিষয়ে সামুদার বক্তব্য জানার জন্য পরিচালক মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক দেবাশীষ কান্দি দাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর আলম জানান, শিগগিরই প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

কালের কন্ঠ

Leave a Reply