পেট্রোল বোমায় আহত লৌহজংয়ের কবির শেখের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় গুরুতর আহত কবির শেখ (৪০) শনিবার ভোর পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। নিহতের বাবার নাম সুবহান শেখ। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কালুরগাঁও গ্রামে। তিনি পশ্চিম ধোলাইপাড়ের ৪২/২ নম্বর বাসায় থাকতেন।

ঢামেকের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে কবির শেখসহ বেশ কয়েকজন ওয়েস্টেজ মেশিন নিয়ে একটি পিকআপ ভ্যানে চড়ে রূপগঞ্জ থেকে ধোলাইপাড় আসছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের বহনকারী পিকআপে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে পাঁচজন দগ্ধ হন।

ওই ঘটনার সময় আগুন থেকে বাঁচতে চলন্ত পিকআপ থেকে লাফ দেন কবির। এতে তার মাথা, হাত ও পায়ে প্রচণ্ড আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে দগ্ধদের সঙ্গে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

হতাহতরা মাহিন আয়রনে (ভাঙ্গারির দোকান) কাজ করতেন। কবির মাহিন আয়রনের মালিক নাদির হোসেন নান্নুর আপন ছোট ভাই।

বিডি-প্রতিদিন

Leave a Reply