বালুয়াকান্দি এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : ৩০ জন আহত

১ই মার্চ- ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন রোববার দুপুর প্রায় সোয়া একটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলাধীন বালুয়াকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়। গজারিয়া থানার ভবেরচর হাওয়ে পুলিশের এস আই মোঃ আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের সূত্রে জানা যায়, এশিয়া ক্লাসিক নামে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব-১৪-৬৭৫৬) ঢাকা থেকে নোয়াখালীর মাইজদি যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলাধীন বালুয়াকান্দি এলাকার প্রস্তাবিত হামদর্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অতিক্রম করার সময় বাস নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত লেনে গিয়ে একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাসটি দুমরে মুচড়ে মহাসড়কের পশের খাদে পরে যায় এ সময় যাত্রীবাহী বাসের ৩০ যাত্রী আহত হয়। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গুরুতর আহত ৬ জন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। অপর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত যাত্রী হাবিবুর রহমান অভিযোগ করেন, দুর্ঘটনার পর পর স্থানীয় কয়েক জন দুর্বৃত্ত আহত যাত্রীদের উদ্ধারে সহযোগিতা না করে তাদের মুঠো ফোন নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাট করে। গজারিয়া থানার এস আই এ বি এম এস দোহা লুটপাটের বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। চালক পলাতক বাসটি পুলিশ হেফাজতে আছে।

গজারিয়া আলোড়ন

Leave a Reply