মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ঢাকা- মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী। সোমবার বিকেল সোয়া ৫ টায় শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় ঢাকাগামী গাঁচিল ও মাওয়াগামী সার্বিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। তবে এ সময় একটি মাইক্রোবাসেরও মুখোমুখি ধাক্কা লাগে।

এর আগে বেলা ১ টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছী নামক স্থানে দাড়িয়ে থাকা বাসকে আর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে জোড়ে ধাক্কা দিলে পাশে দাড়িয়ে থাকা গ্রেট বিক্রমপুর পরিবহন বাসের হেলপার মো: ফারুক (২৭) ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অন্তত ৭/৮ জন। আহতদের স্থানীয় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মো: হাসান জানান, দুপুরে দোগাছী এলাকায় গ্রেট বিক্রমপুর পরিবহনের (ঢাকা মেট্রো গ-১৪-৩৭৭৩) বাসকে পিছন থেকে তন্দ্রা পরিবহনের বাস (ঢাকা মেট্রো গ-১৪-১০৩৭) ধাক্কা দিলে ঘটনাস্থলে ১ জন নিহত হয়।

এদিকে বিকেলে গাংচিল (ঢাকা মেট্রো জ-১৪-০৮৮) ও সার্বিক পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-১১৪৫) মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের ১০ জন আহত হয়।

শীর্ষ নিউজ

Leave a Reply