শহর যুবলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ, লাঠিচার্জ

জেলা শহরের যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম এলানের বিরুদ্ধে মামলা ও মুক্তির দাবি নিয়ে তার মেয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে সহযোগী ও সহপাঠীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাইফুল ইসলাম এলানের মেয়ে এলিজা আক্তারের নেতৃত্বে হরগঙ্গা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের সুপার মার্কেট চত্বরে এলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় তিনজন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলেন― মো. রানা (১৫), তানিয়া আক্তার (১৬), সুইটি আক্তার (১৭)। এদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করে। আটকেরা হলেন― সাইফুল ইসলাম এলানের মেয়ে এলিজা আক্তার, মো. মারুফ (২৩)।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সিন্ডিকেটের লোকজনের সঙ্গে জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় শহর যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম এলানকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার সকালে হামলা ও অস্ত্র মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

দ্য রিপোর্ট

Leave a Reply