প্রধানমন্ত্রীর সাথে মুন্সীগঞ্জে ভিডিও কন্সফারেন্স

প্রধানমন্ত্রীর সাথে মুন্সীগঞ্জে ভিডিও কন্সফারেন্স হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকাল অবধি প্রধানমন্ত্রী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সব জেলা ও বিভাগীয় পর্যায়ে একযোগে সরাসরি ভিডিও কনফারেন্স করেন।

এতে জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে নানা করনীয় এবং পদক্ষেপ গ্রহনের বিষয় উঠে আসে। কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় হয়। প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে একজন করে কথা বলার সুযোগ পান। মুন্সীগঞ্জ জেলায় কথা বলার সুযোগ আসে ইউএনও পর্যায়ের। গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা এই ভিডিও কনফারেন্সে তার উপজেলায় মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি পেশার মানুষদের নিয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে কমিটি গঠনসহ গণ সচেতনতায় নানা পদক্ষেপ গ্রহনের কথা উল্লেখ করেন। এই ভিডিও কনফারেন্স চলাকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছিলেন মুন্সীগঞ্জর জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। আর এই সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষের এই ভিডিও কনফারেন্সে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) আবু সালেহ মো. মহিউদ্দিন, জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, এডিসি (সার্বিক) মো. হারুন-অর-রশীদ, এডিসি (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম, এডিএম একেএম শওকত আলম মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান, মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।

জনকন্ঠ

Leave a Reply