গজারিয়ায় হ্যান্ডকাপ সহ ভুয়া পুলিশ গ্রেফতার

কাজী দিপু: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতুইতলা এলাকা থেকে পুলিশ বুধবার রাত সাড়ে ৭টায় রাসেল (৩২) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে হ্যান্ডকাপ, পুলিশের পোশাক পরিহিত ছবি ও চাবি উদ্ধার করেছে পুলিশ।

তার বাড়ি দিনাজপুর। বাবার নাম জসিমউদ্দিন।

গজারিয়া থানার পুলিশ বাংলানিউজকে জানায়, ‘রাসেল ঢাকা থেকে কুমিল্লার দদাউদকান্দি যাওয়ার পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনাঘাট সংলগ্ন তেতুইতলা বাজারের একটি ফার্মেসীতে ওষধ কিনতে যায়।’

‘এ সময় দোকানদারের সঙ্গে তার তর্কবির্তক হলে রাসেল নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দেয় এবং তার কাছে থাকা হ্যান্ডকাপ দেখিয়ে ভয়ভীতি দেখায়।’

‘এতে ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা রাসেলকে আটক করে গজারিয়া থানা পুলিশকে খবর দেয়।’

‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাসেলকে ভুয়া পুলিশ হিসেবে গ্রেফতার করে।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ‘জিজ্ঞাসাবাদে জানাযায় রাসেল পুলিশের সহকারী উপ-পরিদর্শক ছিলেন। তার পিতা জসিমউদ্দিন বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকার কারণে রাসেলের চাকুরি চলে যায়।’

‘তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply