গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় বাস-কাভার্ডভ্যান ও ইঞ্জিন চালিত ট্রলির ত্রিমূখী সংঘর্ষের ঘটনায় নারী, শিশুসহ ১৫ জন আহত হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে ঢাকাগামী কাভার্ডভ্যানের সাথে সজোড়ে ধাক্কা খেয়ে থেমে থাকা মাহেন্দ্রের (ইঞ্জিন চালিত ট্রলির) ওপরে গিয়ে পড়ে এ সময় বাসের ১০ যাত্রীসহ ১৫জন আহত হয়।

গুরুতর আহত কাভার্ডভ্যানের চালক মো: জসিমউদ্দিন, সহকারী মিনহাজ বাসের যাত্রী বিলকিস বানু, মর্জিনা বেগম, আরাফাত, শরীফ মিয়া, দেলোয়ার হোসেনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গজারিয়া থানার এস আই মো: আসাদুজ্জামান জানান, আমাদের প্রাথমিক ধারণা করা হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশ জব্দ করেছে। এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রী।

বাংলাপ্রেস

Leave a Reply