শবে বরাতের সেই স্মৃতিগুলো – জসীম উদ্দীন দেওয়ান

লাল মাটি আর নারিকেলের খোসায় মোমদানির কতো সখ।
শৈশবের সেই সুখময় দিন, উচ্ছাসে ঝকমক।
ছোট বড় সবে মিলে পুকুরে ঘাটে নেয়ে,
বছরে জড়ানো পাপ মোছনে এমন রজনী পেয়ে।
বাহারি ধাঁচের হালুয়া, চহি, রুটির আপ্যায়নে।
পাড়ার সবে মিলন মেলায়, সরল আপন জনে।
কারো কোন কটু কথায়, মনে কষ্ট পেলে,
সাঁঝের পরে ক্ষমায় যেতো সবে দলে দলে।
সেই সব আজ স্মৃতির পটে, মনে পরে খুব বেশি।
মুসলিম সংস্কৃতির কালো ছায়ায়, কোন অনামিশায় আসি।

Leave a Reply