গজারিয়ায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

জসীম উদ্দীন দেওয়ান : ঢাকা- চট্ট্গ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতু হতে ভরের চর পর্যন্ত উভয় পাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। গত কাল রাত থেকে এই রুটে অতিরিক্ত যান বাহনের চাপ থাকায় প্রায় সময়ই ধীর গতিতে চলে যানাহন গুলি। কখনো কখনো মেঘনা সেতু হতে মেঘনা-ঘোমতী সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসেম মুন্সী জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে প্রচুর যানবাহন থাকায় মাঝে মাঝে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগও বেড়েছে। তবে যানজট নিরসনের চেষ্টায় তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছেন এই পথের যাত্রী ও চালকরা।

Leave a Reply