পেট্রাপোল কাষ্টমসে ২০ পিছ স্বর্নের বার সহ মুন্সীগঞ্জের সালাম আটক

বেনাপোলের ওপার ভারতের পেট্রাপোল কাষ্টমস বাংলাদেশী আবু সালাম নামে এক পাসপোর্টযাত্রীর নিকট থেকে ২০ পিছ স্বর্নের বার সহ তাকে আটক করে। মঙ্গলবার সকাল ৮ টার সময় স্বর্নের এ চালান আটক করা হয় বলে জানা গেছে। আটক আবু সালাম মুন্সীগঞ্জ জেলার আব্দুল হামিদের ছেলে।

ভারতের পেট্রাপোল সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশী পাসপোর্টযাত্রী বেনাপোল ইমিগ্রেশন পার হয়ে পেট্রাপোল কাষ্টমসে পৌছালে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার জুতা ও মাজায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২০ পিছ স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি বলে সুত্রটি দাবি করে।

এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস সুপার তাহমিদ হোসেন বলেন বিষয়টি তিনি শুনেছেন। তবে কতপিছ তিনি নিশ্চিত করে বলতে পারেন নাই।
বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সুত্রটি ২০ পিছ স্বর্ন সহ বাংলাদেশী একজন পাসপোর্টযাত্রী ভারতের পেট্রাপোল সীমান্তে আটক হয়েছে বলে নিশ্চিত করেছেন।

বিডিসারাদিন

Leave a Reply