মিছিলে পুলিশের বাঁধা ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে বিএনপির হরতাল চলছে

bnpmun22aমোজাম্মেল হোসেন সজল: বিএনপিসহ ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন মুন্সীগঞ্জে মিছিরে পুলিশের বাঁধা ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে পালিত হচ্ছে। সকাল থেকে হরতালের সমর্থনে মুক্তারপুর ও শহরে খন্ড খন্ড মিছিল করেছে। শহরের উপকন্ঠে নয়াগাঁও ও মুক্তার সেতু সংলগ্ন এলকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে দলীয় নেতাকর্মীরা। সকাল ৯টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের নেতৃত্বে মুক্তারপুর থেকে একটি মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরে প্রবেশ করে থানারপুল এলাকায় পৌছে পুরাতন কাচারি এলাকার দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাক-বিতন্ডা ও ধস্তাধস্তি হয়।


পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ করেন। এ সময সেখানে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবদুল হাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন, শহর বিএনপি সভাপতি ও মুন্সীগঞ্জ পৌর মেয়র এ কেএম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, সাবেক ভিপি শাহীন মিয়া, বিএনপি নেতা তওফিকুল ইসলাম শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, সদর উপজেলার সভাপতি মো. মহসিন, শহরের সভাপতি আরিফ আহম্মেদ, সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ।

bnpmun22a

bnpmun22b

Leave a Reply