শতাব্দীর প্রতিশ্রুতি – মাহবুব আলম জয়

কবিতা লিখে আর কি হবে
যেখানে দু:চোখের স্বপ্নগুলো পরাজয়ের
বানী শোনায়
ক্ষত বিক্ষত মন যতটা
সয়ে যাওয়ার সইবে,
তখন হয়তো বা জীবন গতিহীন
তাতে বা কার কি ক্ষতি !!!
জীবন আর নদীর অনেক মিল
ভাঙ্গা আর গড়া
এক ভাবে হয়তো কেটে যাবেই….।
কবিতা লিখে আর কি হবে
যদি তাতে কারো মন না কাঁদে,
যেখানে বন্ধনের দাঁড়
অর্থহীনতার মিথ্যা দন্ধে
চিরকাল অবরুদ্ধ।
কি আর হবে কবিতা লিখে……!!!!
গোধূলির মিলন রেখায়
যদি অনুভূতি শিহরণ না জাগায়
শতাব্দীর প্রতিশ্রুতি এ কাব্য
তোমাকে উপমা দেওয়ার বাসনায়
প্রাণে স্বস্তির নি:শ্বাস
কবিতা লিখে আর কি হবে…..!!!!

Leave a Reply