মারপিটের মামলায় ভুয়া চিকিৎসা সনদ দাখিল : বাদির বিরুদ্দে পুলিশের মামলা

মুন্সিগঞ্জের গজারিয়ায় মার পিটের মামলার বাদির দেয়া চিকিৎসা সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় বাদির বিরুদ্দে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের প্রতিবেশী দুইপক্ষের মধ্যে গত অগাষ্ট মাসের শেষ সপ্তাহে সংঘর্ষের ঘটনায় মো: খলিল শিকদার(৫৩)জখম প্রাপ্ত হয় এ বিষয়ে মো: খলিল শিকদারের শ্যালক মো: শাহীন কবির(৩৭)বাদি হয়ে গজারিয়া থানায়একই গ্রামের মো: সেলিম সহ ৬ জন কে আসামি করে গজারিয়া থানায় মামলা নং-৫ তারিখ- ০৮/০৯/২০১১ ইং দায়ের করে মামলার তদন্ত পর্যায়ে পুলিশের কাছ থেকে চাহিদা পত্র নিয়ে বাদি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শেরে বাংলা নগর ঢাকা থেকে ০৪/০৯/২০১১ থেকে ১৫/০৯/২০১১ ইং তারিখে চিকিৎসাধীন দেখিয়ে ডা: নিজামউদ্দিন স্বাক্ষরিত ১৯/০৯/২০১১ তারিখে রেজি নং-০২৬৭৩৮ ধারালো অস্ত্রে গুরুতর জখম দেখিয়ে একটি চিকিৎসা সনদ মামলার তদন্ত কর্মকর্তার বরাবরে দাখিল করলে সনদটিতে স্মারক নম্বর উল্লেখ না থাকায় এবং মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো: হানিফ সরকারের কাছে মামলার লিখিত এজাহার রোগীর এরে রিপোর্ট ও সংশ্লিষ্ট সাক্ষীদের বক্তব্যের সাথে গরমিল মনে হলে বাদির জমা দেয়া চিকিৎসা সনদটির সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক বরাবর লিখিত আবেদন করে জানতে চাইলে গত ২৩ অক্টোবর প্রতিষ্ঠানের উপ পরিচালক স্বাক্ষরিত স্মারক নং-২০৪৫ এর মাধ্যমে গজারিয়া থানার ওসি(ওসি)কে জানানো হয় যে চিকিৎসা সনদটি উল্লেখিত হাসপাতাল থেকে ইস্যু করা হয়নি। গজারিয়া থানার পরিদর্শক(তদন্ত) মো: কামাল হোসেন গতকাল মঙ্গলবার জানান, মারপিটের মামলার বাদি শাহীন কবির ভুয়া চিকিৎসা সনদ জমা দিয়ে প্রচলিত আইনে অপরাধ করায় এস আই মো: হানিফ সরকার বাদি হয়ে প্রতারক শাহীন কবিরসহ অঞ্চাত জালিয়াতী চক্রের বিরুদ্দে মামলা নং-১৩,তারিখ ২৪/১২/২০১১ দায়ের করে।

বাংলাদেশনিউজ২৪x৭

Leave a Reply