শ্রীনগরে ৩ দিনের ব্যবধানে আরেক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন

আরিফ হোসেন: শ্রীনগরে তিন দিনের ব্যবধানে আবারো এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তড়িঘরি করে দাফন করার অভিযোগ উঠেছে। স্কুল ছাত্রীর এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা রকম কানাঘুষা। গতকাল রবিবার ভোর রাতে উপজেলার ষোলঘর মুন্সীপাড়া এলাকার আফজাল তালুকদারের মেয়ে আফসানা (১৫) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। সে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানায়,আফসানার মৃত্যু রহস্যজনক হলেও পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশটি বুঝিয়ে দেয়।

এর আগে গত শুক্রবার সকালে উপজেলার কামারগাঁও নয়াবাড়ী এলাকার শুভঙ্কর সরকারের একমাত্র মেয়ে ও সরকারী শ্রীনগর কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী স্বর্পজা রানী সরকার (১৮) এর রহস্যজনক মৃত্যুর পর পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাহ করার অনুমতি দেয়। এনিয়ে ওই এলাকার মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। শ্রীনগরে একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটলেও ময়না তদন্ত ছাড়াই পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করায় মৃত্যুর প্রকৃত কারন উদঘাটিত হচ্ছে না।

শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন,এটি একটি আত্মহত্যা। এ ব্যাপারে অপমৃত্য মামলা হয়েছে। তবে মৃতের পরিবার ময়না তদন্তে রাজি না হওয়ায় লাশ মর্গে পাঠানো হয়নি।

Leave a Reply