মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে ৫ জনকে জরিমানা

মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজারে অভিযান চালিয়ে ৩ দুধ বিক্রেতা ও ২ মুদি দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় ভেজাল থাকার অপরাধে বাজারের দুধ বিক্রেতা বাবুল, ওমর ফারুক ও শরীফুল ইসলামকে ৫০০ টাকা করে জরিমানা করে। এছাড়া বাজারের মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে মুদি দোকানদার সুমনকে ২ হাজার টাকা ও দ্রব্যমূল্যের তালিকা না থাকায় আরেক মুদি দোকানদার ৫০০ টাকা জরিমানা করে।

এ সময় মুন্সীগঞ্জ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর লিনা সাহা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এমকে

Leave a Reply