এইচ.এস.সি পরীক্ষায় মুন্সীগঞ্জের ৬ উপজেলার কলেজসমূহর ফলাফল

রিয়াদ হোসাইন: এ বছর এইচ.এস.সি পরিক্ষায় ৯৫.৫৪% পাশের হার ও ১০টি জিপিএ৫ নিয়ে মুন্সীগঞ্জ জেলায় বরাবরের মত প্রথম স্থান অর্জন করেছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । ৯১.৯২% পাশের হার ও জিপিএ৫- ৯টি নিয়ে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে লৌহজং কলেজ এবং ৭৯.১৮% পাশের হার ও জিপিএ৫ -২টি নিয়ে জেলায় তৃতীয় স্থান অর্জন করেছে আদর্শ কলেজ ।

এছাড়াও মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম হাজী আমজাদ আলী কলেজ ৭৭.৭২% পাশের হার ও জিপিএ৫- ২টি , সরকারি হরগঙ্গা কলেজ ৬০.৬৭% পাশের হার ও জিপিএ৫ -৭টি, মুন্সীগঞ্জ কলেজ ৬০.০০% পাশের হার, রামপাল কলেজ ৫৫.২০% পাশের হার ও জিপিএ৫ -১টি , মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ ৪৯.৭০% পাশের হার।

টঙ্গীবাড়ি উপজেলার বালিখাঁও আমজাদ আলী কলেজ ৬০.৬১% পাশের হার ও জিপিএ৫- ১টি, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ ৫৬.৬৪% পাশের হার ও জিপিএ৫ -২টি, বিক্রমপুর-টঙ্গীবাড়ি কলেজ ৫১.৩৬% পাশের হার।

গজারিয়া উপজেলার বালুকান্দি ডা. আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজ ৪০.০০% পাশের হার, সরকারি গজারিয়া কলেজ ৩২.২৭% পাশের হার ও জিপিএ৫ ১টি, গজারিয়া কালিমউল্লাহ কলেজ ৩৯.২৬% পাশের হার।

লৌহজং উপজেলার মেদিনীমন্ডল গার্লস কলেজ ১০০% পাশের হার (পরীক্ষার্থী মাত্র ৪ জন )

সিরাজদিখান আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজ ৬৫.২২% পাশের হার, বিক্রমপুর আদর্শ কলেজ ৬২.৯৪% পাশের হার, বিক্রমপুর কে.বি কলেজ ৪৮.৯০% পাশের হার, চিত্রকোট মডেল স্কুল এন্ড কলেজ ৭৩.৬৮% পাশের হার, মালখানগর কলেজ ৬৭.৪২% পাশের হার।

শ্রীনগর উপজেলার, ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ ৭২.৫০% পাশের হার , খাহ্রা আদর্শ কলেজ শ্রীনগর সরকারী কলেজ ৬৪.৭৯% পাশের হার ও জিপিএ৫- ১টি, হাসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ ৭০.০০% পাশের হার, রাঢ়ীখাল জেসিবোস কলেজ ৬৪.৬৩% পাশের হার, বাড়ৈগাঁও ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ৫০.০০% পাশের হার , শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ ৩১.৩৩% পাশের হার।

এবছর মুন্সীগঞ্জ জেলায় সর্বমোট ৮৫৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন । এর মধ্যে ৫২২৮ জন শিক্ষার্থী কৃতকার্য হলেও ৩৩২৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। জিপিএ ৫ পেয়েছেন ৩৭ জন শিক্ষার্থী ।

এবার ১০টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৬.৬৪% যা গতবারের চেয়ে ২.২৭% কম। গতবার গড় পাশের হার ছিল ৬৮.৯১%।

Leave a Reply