সিরাজদীখানে বন্ধ হলো বাল্যবিয়ে

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামে গতকাল শুক্রবার বিকেলে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন লতব্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন।

জানা যায়, উপজেলার নতুনচর ভাষানচর গ্রামের জামালা মিয়ার মেয়ে জাকিয়া আক্তার (১২) স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। আর একই উপজেলার বালুচর ইউনিয়নের চান্দ্রেরচর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে নুর আলমের (২৮) সঙ্গে গতকাল শুক্রবার বিয়ের আয়োজন করে অভিভাবকরা। বিয়ে বাড়ির খাওয়া-দাওয়া আয়োজনে শেষে বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে লতব্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন।

ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, একজন সাংবাদিকের মাধ্যমে বাল্যবিয়ের খবর পাই এবং বিয়ে পড়ানোর ঠিক একটু আগে গিয়ে আমি উপস্থিত হই এবং উভয়পক্ষের অভিভাবকদের বুঝিয়ে এ বিয়ে বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিম বলেন, বিষয়টি ইউপি সদস্য আমাকে জানিয়েছেন। বাল্য বিবাহের কুফল সম্পর্কে উভয় পক্ষকে বুঝানো হলে, তারা বাল্যবিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিলে এ বিয়ে বন্ধ করে দেয়।

সমকাল

Leave a Reply