সিরাজদিখানে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে কারাদন্ড

পুলিশের অভিযানে আটক ৮
নাছির উদ্দিন: সিরাজদিখানে পাঁচ মাদক সেবী, এক মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত দুইজন আসামীকে গ্রেফতার করা করেছে সিরাজদিখান থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে পাঁচ মাদক সেবীকে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মৃত মালুম খান এর পুত্র আমির হোসেন কাল, মৃত সুরুজ জামাল এর পুত্র মো. স্বাধীন মিয়া, ছোট শিকারপুর গ্রামের মো. জয়নাল শেখ এর পুত্র মো. মাসুদ শেখ, কাকালদী গ্রামের হোসেন শেখ এর পুত্র জসিম শেখ, আহাম্মদ আলীর ছেলে পারভেজ। সাজা প্রাপ্ত আসামী উপজেলার হিরনের খিলগাও গ্রামের জামাল মিয়ার পুত্র মো. মিজান, পূর্ব ইছাপুরা গ্রামের মৃত আ. সামাদ এর পুত্র হাফেজ নুরুল ইসলাম। এছাড়া আটক মাদক ব্যবসায়ী চম্পকদী গ্রামের আলাউদ্দিন হাওলাদার এর পুত্র রহিম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো, আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ জন মাদক সেবী, ১ জন মাদক ব্যবসায়ী ও ২ জন সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম ৫ মাদক সেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। আটক সকল আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply