‘মানুষ’ – জসীম উদ্দীন দেওয়ান

হিয়ার ভিতর ঠাঁই নিয়েছে,
কল্যানময় কাজের ফল।
দুচোখে তব বহে বেড়ায়,
সুখের টলমল।
তোমার কর্ম তোমারে ঠিকানায় টানবে।
লোকমুখে তারই ভালো-মন্দে আনবে।
হবে মাথার তাজ, কিংবা পদে পদে পাবে লাজ।
মানুষের লাগি, আছো রাত জাগি,
মানব সেবার তরে।
এমন মানুষের অভাব বেশি তবে,
তোমায় ডাকবে বারে বারে।
বড্ড বেশি সেবকের অভাব,

চারি দিক ঘিরে শাসকের স্বভাব,
স্নেহের বালাই নাই।
তোমার মতন পেলে কদাৎ,
ছুটে সেথা চলে যাই।
আজ রন্দ্রে রন্দ্রে জুলুমের থাবা,
আইন আদালত যেথাই যাবা,
ন্যায় পরায়নতা নাই।
তোমার মতো সেবক পেলে,
ছুটে সেথা সবে যাই।
মানুষের খোঁজে মানুষ যাবে,
এমন পথটা তুমি রচিবে,
মানবতার সিঁড়ি বাই,
তোমার মতো বন্ধু পেলে,
হৃদয়ে রাখি সবায়।

Leave a Reply