মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের ঢালীকান্দি গ্রামের গৃহবধূ শান্তা আক্তারকে (২০) আত্মহত্যা প্ররোচনার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মোল্লাকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি করে বক্তৃতা করেন, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট এফ রহমান নয়ন, নিহত শান্তার স্বজন ওমর ফারুক বাপ্পী, শাহাবুদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, বিয়ের মাত্র নয় মাসের মাথায় শ্বশুর বাড়ির লোকজনের অমানসিক নির্যাতনের শিকার গৃহবধূ শান্তা আক্তার গেল ২৬শে এপ্রিল স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে গৃহবধূর বাবা মো. রফিকুল ইসলাম শেখ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

নয় মাস আগে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আশুরান গ্রামের রফিকুল ইসলাম শেখের মেয়ে শান্তা আক্তার ও একই ইউনিয়নের ঢালীকান্দি গ্রামের আনোয়ার গাজীর ছেলে আবুল কালাম গাজীর বিয়ে হয়।

অবজারভার

Leave a Reply