সবটা গুজব – জসীম উদ্দীন দেওয়ান

আজব সবে আজব, ছড়াচ্ছে শুধু গুজব।
এমন করে ছড়ালে গুজব,
পড়বে না কেন গজব?
আজব সকলে আজব!
পেঁয়াজের ঝাঁঝে, সবার মাঝে,
লবনের দামটা কটা।
এমন মিথ্যে ছড়াচ্ছো কেন?
কোন পশুর তুই বেটা!
লবনতো বেশ, সব দোকানে,
পাইকারী, মুদি, আছে সবখানে।
তবে কেন বলিস দাম চড়া?
গুজবকারী, দুরন্ধারী এবার পড়বে ধরা।
থানায় থানায় বলে জানায়,
শীতলে পবন এখনো লবন।
দাম বাড়ার কথা করবেন্না শ্রবন।
কুচক্রির এমন কাজ।
কালকে লবনের দাম যা ছিলো,
তেমনটাই থাকবে আজ।
সবটা গুজব, সবটাই ছল,
সুযোগ নিচ্ছে দান্দালের দল।
ওদের উৎস কোথায়?
প্রশাসন এভার নজর বাড়িয়ে
দেকনা হানা হেথায়।

Leave a Reply