সিএনজি ভাড়া ৮০০ টাকা চাওয়ায় চালকের মাথা ফাটালেন যাত্রী

সিএনজি ভাড়া ৮০০ টাকা চাওয়ায় চালকের মাথা ফাটিয়ে দিয়েছেন এক যাত্রী। রোববার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেশনাল চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বেশনাল চৌরাস্তায় সিএনজি ভাড়া করতে আসেন কামারখাড়া গ্রামের মহি সেখের ছেলে বিপ্লব (৩২)। এ সময় সিএনজিচালক ফারুক হোসেনকে ঢাকার জুরাইনের কমিশনার রোড যাওয়ার কথা বললে ৮০০ টাকা ভাড়া চান। এতে ক্ষিপ্ত হন বিপ্লব। ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফারুককে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন বিপ্লব ও তার সহযোগীরা। একই সঙ্গে দেয়ালে ধাক্কা দিয়ে ফারুকের মাথা ফাটিয়ে দেন তারা।

পরে গুরুতর অবস্থায় ফারুককে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সহকর্মীরা। সেখানে ফারুকের মাথায় একাধিক সেলাই দেন চিকিৎসক। ফারুক বেশনাল গ্রামের মোবারক মাদবরের ছেলে।

প্রত্যক্ষদর্শী সিএনজিচালক মুক্তার হোসেন বলেন, ফারুককে বেধড়ক মারধর করেছেন বিপ্লব ও তার সহযোগীরা। উদ্ধার করতে এগিয়ে এলে দেয়ালে ধাক্কা দিয়ে ফারুকের মাথা ফাটিয়ে দেন বিপ্লব।

এ বিষয়ে জানতে চাইলে বিপ্লব বলেন, অতিরিক্ত ভাড়া চাওয়ায় তর্কবিতর্ক হয়েছে। পরে গায়ে পড়ে ধাক্কাধাক্কি করতে এলে দেয়ালে ধাক্কা খেয়ে মাথা ফেটে যায় ফারুকের।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব. ম শামীম/ঢাকা পোষ্ট

Leave a Reply