টঙ্গিবাড়ীতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও কম্বল বিতরণ

মুন্সীগঞ্জে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে ও মজিবুর গ্রুপ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একইদিনে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় অসহায়দের মাঝে দুইশতাধিক কম্বল বিতরণ করা হয়।

রোববার (২২ ডিসেম্বর) সকালে জেলার টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

এরআগে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও টুর্নামেন্টের অংশগ্রহণকারি ১৬ দলের অধিনায়ক একসঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, মজিবুর গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান সরদার।

সংগঠনের সভাপতি আবু বক্কর হিরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম শেখের তত্তাবধানে আরো উপস্থিত ছিলেন, স্বর্ণগ্রাম আর.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কবির হালদার, ছাত্রলীগ নেতা অনিক হালদার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, সহ-সভাপতি বিপ্লব হালদার, অর্থ সম্পাদক আব্দুর কাদির হালদার, দপ্তর সম্পাদক রনি শেখ, রানা হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সেসব তরুণরা ক্রীড়াচর্চার সাথে যুক্ত থাকে তারা কখনো মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিংয়ের সাথে জড়িত হতে পারে না। ক্রীড়াচর্চার মধ্যদিয়ে একদিকে তরুণদের শারীরিক সুস্থতা বজায় থাকবে অন্যদিকে সমাজ বিরোধী কর্যকলাপ বন্ধ হবে। তাই প্রত্যেক কিশোর-তরুণকে ক্রীড়াচর্চার বিষয়ে সচেতন হতে হবে।

অবজারভার

Leave a Reply