টঙ্গিবাড়ীতে সরকারি বটগাছ কাটায় আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের কাঠপট্টি এলাকার রাস্তার পাশের ২৫ বছরের পুরনো সরকারি জায়গার বটগাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বালিগাঁও গ্রামের সিদ্দিক বেপারী এবং ওই বাজারের নাইট গার্ড শামসুল হককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শামসুল হক জানান, শুক্রবার রাতে সাত-আটজন দুর্বৃত্ত ইলেকট্রিক করাত দিয়ে গাছটি কেটে ফেলে। এ সময়ে কাঠপট্টির জনতা টিম্বারের ম্যানেজার আইউব আলী এবং অপর কাঠ ব্যবসায়ী মো. মাসুদকে গাছ কেটে ফেলা লোকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা জানান, যারা গাছটি কেটেছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর ধারণা, সিদ্দিক বেপারী ও আক্তার হোসেন গাছটি কাটিয়েছেন। কারণ তাঁদের দোকানের সামনেই ২৫ বছর পুরনো বটগাছটি ছিল।

টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক সিদ্দিক জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালের কন্ঠ

Leave a Reply