বন্ধন তরুণ সংঘের দুইশতাধিক পরিবারে খাদ্যসামগ্রী উপহার

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুরার মহামারী কোভিড ১৯ এর প্রভাবে কর্মহীন অসহায় হয়ে পড়া পরিবারের মাঝে বন্ধন তরুণ সংঘের পক্ষ থেকে ২ দিন ব্যাপী খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার প্রথম দিন ২০০ পরিবারের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হয় আগামীকাল সোমবার পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানান বন্ধন তরুণ সংঘের নেত্রীবৃন্দ।

বন্ধন তরুণ সংঘের আয়োজনে খাদ্য সহায়তা কর্মসূচি উদ্বোধন ও সভাপতিত্ব করেন বাংলাদেশ ক¤িপউটার সমিতির সদস্য ও বন্ধন তরুণ সংঘের সভাপতি হাজী মোহাম্মদ মনির খান,কর্মসূচি পরিচালনা করেন সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হোসেন ঢালি, বন্ধন তরুণ সংঘের সেবামূলক কাজের উপর বক্তব্য রাখেন বন্ধন তরুণ সংঘের সাধারণ স¤পাদক মোঃ সাইফুর রহমান।উপস্থিত ছিলেন কার্যকরী উপদেষ্টা কমিটির সদস্য আলমগীর রহমান,বন্ধন তরুণ সংঘের সাংগঠনিক স¤পাদক আরিফুল হক, যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুল জব্বার, ক্রীড়া স¤পাদক রাকিব হাসান, দপ্তর স¤পাদক রুহুল আমিন খান,প্রচার স¤পাদক আরিফুর রহমান, অর্থ স¤পাদক বাচ্চু মিয়া,সমাজ কল্যাণ স¤পাদক সোলায়মান রিংকু, অফিস, তথ্য বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক স¤পাদক নাহিদ হাসান,সচিব জাহাঙ্গীর আলম।বিভিন্ন এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বীন ইসলাম হাওলাদার, রাসেল মীর,নির্ঝর,বেলায়াত হোসেন,শিয়ালদী, টিটু ভূঁইয়া,রাসেল রানা কাঠালতলী,তানজিব রাসেল,শ্রাবন মাহামুদ মধ্যপাড়া।বন্ধন তরুণ সংঘের সভাপতি হাজী মোহাম্মদ মনির খান কর্মসূচি উদ্বোধনকালে তার বক্তব্যে বলেন আপনারা দোয়া করবেন বন্ধন তরুণ সংঘ আপনাদের সেবায় ১৬ বছর যাবত নিয়োজিত আগামী দিনগুলোতেও আপনাদের পাশে আছে থাকবে।

Leave a Reply