বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: রামপালে বৃক্ষরোপন কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি হয়েছে। রবিবার সকাল ১০ টায় হাতিমারা শেখ আমানউল্লাহ আমান সমাজকল্যাণ সংসদ ও পাঠাগারের খেলার মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, সিনিয়র সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন,বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার কেন্দ্রিয় সহ সভাপতি মো: মনিরুজ্জামান শরীফ, মুন্সীগঞ্জ জেলা আঞ্চলিক শিল্পায়ন শাখার সভাপতি আবুল কাশেম,সড়ক পরিবহন শ্রমিকলীগের মুন্সীগঞ্জ থানা সভাপতি শাহ আলম প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেস জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই,এইচ শান্তুনূর,সাংগঠিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা শিপু হাওলাদার, রামপাল কৃষকলীগ সভাপতি আ: সামাদ, সাধারণ সম্পাদক মো: লিটন, ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নেতা মোঃ মনির হোসেন মন্ডল,কালাম বেপারী,কবির হোসেন বেপারী,বাবুল বেপারী,আক্তার হোসেন,সড়ক, মোঃ মুন্না, মনির হোসেন, মোঃ উজ্জল মাদবর, মোঃএনামুল হক খন্দকার,মোঃ জাকির হোসেন, মোঃ উজ্জ্বল, সালমা আক্তার ইভা,রোজিনা বেগম,কন্ঠশিল্পী সুরেলা নাজিম,জোয়া বেগম ও মোঃ সোহাগ হোসাইন প্রমুখ।এসময় স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বনজ,ফলজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়। এতে পাঠগারে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সভাপতি বাবু নির্মল রন্জন গুহ’র আশু রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগে উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিল হয়।

Leave a Reply