কুরিয়ারে পাঠানোর সময় অবৈধ কারেন্টজালের চালান জব্দ

অবৈধ কারেন্ট জাল তৈরির গোপন কারখানা আছে মুন্সীগঞ্জে এমন কথা অনেকেরই শোনা। তেমন একটি গোপন কারখানায় তৈরি করা বিশাল এক অবৈধ কারেন্ট জাল পাঠানোর অর্ডার ছিল ভোলায়। গোপনে জাল তৈরি করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে করে মুন্সীগঞ্জ থেকে ঢাকা হয়ে ভোলা পাঠানোর ব্যবস্থাও নিয়েছিল জাল উৎপাদনের সঙ্গে জড়িত একটি পক্ষ। কিন্তু, গোপন এই পাচারের তথ্য আর গোপন থাকেনি। আরেক গোপন সূত্রে সে তথ্য জেনে যায় নৌ পুলিশ। এরপর অভিযান চালিয়ে জব্দ করা হয় ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জালের এই চালানটি।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মুন্সীগঞ্জ শহরের মুন টাওয়ারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে কাভার্ডভ্যানে থাকা অবৈধ কারেন্টজাল জব্দ করে নৌপুলিশ। তবে এর মালিকানা আর দাবি করতে আসেনি কেউ।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন খান এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, গোপনসূত্রে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করে ২ লাখ ৪০ হাজার মিটার জাল জব্দ করি। জাল জব্দের পর জিজ্ঞাসাবাদের জন্য ব্যবস্থাপক ও এক কর্মীকে আটক করা হয়েছে। কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

একটি সূত্র জানিয়েছে, উদ্ধার করা অবৈধ কারেন্ট জালের বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

বাংলা ট্রিবিউন

Leave a Reply